**বিএনপি নেতা খোরশেদ আলম এর নামে মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের অভিযোগ**
মোঃ শান্ত খান
ঢাকা জেলা প্রতিনিধি
ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম।
আজ সকালে, দশটায় তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন তিনি। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
বক্তব্যে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বলেন, পঁচিশে সেপ্টেম্বর দৈনিক স্বাধীন বার্তার পেইজে আমাকে জড়িয়ে “লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি” সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, কারণ এই সংবাদ পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট।
সেই সংবাদে বলা হয়েছে যে আমি লুটপাট, অগ্নিসংযোগ এবং চাঁদাবাজির সাথে জড়িত। এতে আমার এবং দলের সম্মানহানি হয়েছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই ষড়যন্ত্রের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাভারের বিএনপির কোনো নেতাকর্মীরও এ ধরনের অপরাধের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করছি।
তিনি আরো বলেন, “আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা, বানোয়াট এবং সাজানো তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করাচ্ছে। আমি এ ধরনের মিথ্যা সংবাদ এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি স্পষ্ট করে বলেন, “বিগত স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এমন কোনো তথ্য সাভারের গণমাধ্যমের কাছে নেই যা আমাকে বা দলের অন্য কোনো নেতাকে অপরাধের সাথে জড়িত প্রমাণ করে।”
তিনি আরো বলেন, “যদি বিএনপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ধরনের ভিত্তিহীন সংবাদ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।”
বিএনপি নেতা আরও উল্লেখ করেন, “সাভারের বিএনপির নেতাকর্মীরা শিল্প ও বাণিজ্য খাতের নিরাপত্তা এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করছে। দৈনিক স্বাধীন বার্তার পেইজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।”
সংবাদ সম্মেলনে সাভারের বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।