এক ভয়ঙ্কর দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর শীতের মধ্যে বৃষ্টি ও কুয়াশাকে নিয়ে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের আবহাওয়া মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। এই বৃষ্টির পর জেঁকে বসতে পারে শীত।
আবহাওয়াবিদরা আগেই বলছেন, নভেম্বর মাস থেকে রাতের তাপমাত্রা কমছে । ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়া।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪