করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে ভারতে। মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত সব রেকর্ড ছাড়িয়ে সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড করেছে দেশটি।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় (রবিবার) এক লাখ ৩ হাজারেরও বেশি মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
রবিবারও ভারতে করোনায় মৃত্যুবরণ হয়েছে ৪৭৭ জনের।
অবশ্য দিনের সর্বোচ্চ ১২শ’র বেশি মৃত্যুতে ব্রাজিলে ৩ লাখ ৩১ হাজার ছাড়াল মোট প্রাণহানি। এদিন দেশটিতে ৩১ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি।
এছাড়া ইন্দোনেশিয়া দৈনিক মৃত্যু দেখল ৪ শতাধিক, যা দেশটির করোনা ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ইতালি ও রাশিয়ায় ৩ শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে ওইদিন। আর যুক্তরাষ্ট্রে রবিবার প্রাণ হারিয়েছে ২৭০ জন; যা গেল বছরের মার্চের পর সর্বনিম্ন দৈনিক প্রাণহানি দেশটির।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪