করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তা না করার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শনিবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
সাধারণ জনগণের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের মনে রাখতে হবে বিশ্বের ১৩০ দেশ এখনো ভ্যাকসিন পায়নি। অথচ আমরা ভ্যাকসিন এনে বিতরণ করেছি।
তিনি বলেন, ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা ভারতের সঙ্গে চুক্তি করেছি। তারা আমাদের তিন কোটি ভ্যাকসিন দেবে। ভারতে করোনা বেড়ে যাওয়ায় ও ভ্যাকসিন তৈরির কাচামালের অভাবে তারা সময়মতো ভ্যাকসিন দিতে পারেনি। তবে আমরা বিকল্প হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ভ্যাকসিন আনার উদ্যোগ নিয়েছি।
আবদুল মোমেন বলেন, ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। যথা সময়ে ভ্যাকসিন আসবে। সবাই ভ্যাকসিন পাবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪