চলমান টোকিও অলিম্পিকের আর্টিস্টিক সুইমিং ডুয়েট ফ্রি রুটিনে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ‘আজা নাচলে’তে পারফর্ম করেছেন ইসরাইলের দুই নারী সাঁতারু।
টোকিও অ্যাকোয়াটিক সেন্টারে বলিউডের এই জনপ্রিয় গানে ইসরাইলের ইডেন ব্লেচার ও শেলি ববরিতস্কির নাচের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর এই সিনেমাতেই পর্দায় ফিরেছিলেন মাধুরী। বলিউডে মাধুরীর নাচের রয়েছে আলাদা কদর।
তাই অলিম্পিকে এভাবে বলিউডের গানে বিদেশিদের পারফর্মেন্সে বলিউড প্রেমীরা দারুণ খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। মাধুরী দীক্ষিত এই ভিডিও দেখেছেন কিনা তা এখনও জানা যায়নি।
অবশ্য মাধুরীর নাচ নিয়ে ফাইনালে পৌঁছাতে পারেননি ওই দুই নারী সাঁতারু।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪