পোষা ছাগলের প্রতি মালিকের অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত কুরবানির ঈদের নাটক ‘কালাই’ মুক্তি পেয়েছে।
শনিবার ইউটিউবে ‘ধ্রুব টিভি’র অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি।
নাটকটিতে ছাগলের প্রতি দুই ভাইয়ের ভালোবাসার কাহিনি ফুটে উঠেছে। পাশাপাশি মুশফিক ফারহান ও ইভানার সুখ-দুঃখের প্রেমের দৃশ্য দেখানো হয়েছে।
লেখক ও সাংবাদিক আনিসুর বুলবুলের গল্প থেকে নাটকটির চিত্রনাট্য করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না।
এর আগে ২০১৮ সালের ঈদুল আজহায় একই লেখকের গল্প অবলম্বনে ‘লালাই’ নির্মাণ করেছিলেন তরুণ এ পরিচালক। পোষা গরুর প্রতি মালিকের ভালোবাসা নিয়ে নির্মিত নাটকটি সে সময় খুব দর্শকপ্রিয়তা পেয়েছিল।
‘কালাই’ প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, গল্পের গভীরতা রয়েছে। অনেক হৃদয়বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব এক অনুভূতি হৃদয়ে কাজ করেছে।
নির্মাতা মাবরুর রশিদ বলেন, ঈদে ভালো কাজগুলোর একটি কালাই। একটি কুরবানির ছাগলকে কেন্দ্র করে এর গল্প শুরু হয়েছে। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকরা বিচার করবে।
মুশফিক ফারহান ও পাসা ইভানা ছাড়াও নাটক এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে জায়ান, রাশেদ এমরান, রকি খান প্রমুখ।
লেখক আনিসুর বুলবুল বলেন, এর আগে আমার গল্প অবলম্বনে ‘লালাই’ নির্মাণ করেছিলেন পরিচালক মাবরুর রশিদ বান্না। তারই ধারাবাহিকতায় এবার ‘কালাই’ নির্মাণ করা হলো। আশা করি, নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪