স্টাফ রিপোর্টার //
মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর সভাপতি ত্বাসীন আক্তার হক বলেছেন, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস প্রায় দেড় যুগ ধরে এ অঞ্চলে প্রথম পর্যায়ে একমাত্র এবং বর্তমানে সরকারী উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দিবা-রাত্রি ২৪ ঘন্টায় ডায়ালাইসিস চিকিৎসা সুবিধা দিয়ে আসছে। আমাদের সামনে সময় এসেছে প্রতিষ্ঠানটিকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার। প্রতিষ্ঠানটির জন্য ক্রয় প্রক্রিয়াধীন জমির বিষয়টি নিষ্পত্তি করে মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস নিজস্ব ভবন গড়ে তোলার দিকেও আমাদেরকে অগ্রসর হতে হবে।
সোমবার (২৫ নভেম্বর-২০২৪) সকাল ৯ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর বার্ষিক সাধারণ সভায় ভার্চ্যুয়াল সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল) এ কথা বলেন।
বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর সহ-সভাপতি সানজিদ আক্তার হক, অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক, নির্বাহী সদস্য খালেকুজ্জামান বাবু, ডাঃ মো. হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন আহমেদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর আলম হক, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ ফজলে রাব্বী মজুমদার, সদস্য হাফিজুর রহমান সরকার, গোলাম রসুল রকেট, ডাঃ মোছাঃ আয়েশা সিদ্দীকা, ওবায়দুর রহমান গোল্ডেন, এ্যাড. শামীম বিন গোলাম পার্ল, নাজমা মশির, শামীম আরা বেগম প্রমুখ।
সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন।
এরপর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।