স্টাফ রিপোর্টার
রংপুর ইনডোর জিমনেসিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রংপুর বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২রা নভেম্বর শনিবার “২য় রংপুর বিভাগীয় কারাতে প্রতিযোগিতা-২৪” অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় দিনাজপুর জেলা কারাতে প্রশিক্ষক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি এবং জাজ এ কে এম মাসুদুল ইসলাম এর নেতৃত্বে দিনাজপুর জেলা দল অংশগ্রহণ করে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্চ পদক অর্জন করে।
স্বর্ণপদক অর্জন করেছেন মোহাম্মদ আইয়ান আলিফ, স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মাহাবুবা আক্তার নেহা।
রৌপ্যপদক অর্জন করেছেন, শফিউল ইসলাম স্বচ্ছ ও মোসাম্মত রাইসা রুফ।
ব্রোঞ্চ পদক অর্জন করেছেন সুমাইয়া ইসরাত সিম্মি, মিত্তিকা রহমান, মুগ্ধ দাস, আপন ইসলাম জিহাদ, মোবাস্সির নাইমন ও লামিছা আক্তার পূর্ণতা।
উক্ত প্রতিযোগিতায়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও জয়পুরহাট জেলার প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
দিনাজপুর জেলার এই সফলতা অর্জনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দিনাজপুর জেলা কারাতে প্রশিক্ষক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি ও জাজ এ কে এম মাসুদুল ইসলাম।