এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার আয়োজনে বরণ্য সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতা আগামীকাল শুরু হবে৷
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবে মিট দ্যা প্রেসে এসব তথ্য জানান আয়োজকরা।
আয়োজকরা জানান, নগরীর ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন। সে লক্ষ্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
মিট দ্যা প্রেস সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান বদরুল হুদা জেনু, বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনিমা মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক, ওমর ফারুকী তাপস ও মহিউদ্দিন মোল্লা।
উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক প্রবীর বিকাশ সরকার, পূর্বাশা কচি- কাঁচার মেলার উপদেষ্টা চন্দন দেব রায়, দিলিপ পোদ্দার, হোসাইন মোহাম্মদ কামরুল, মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক বাহার রায়হান, আনোয়ার হোসেন, সেলিম রেজা মুন্সি, জাহিদুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফার ছেলে জোনাইদ মোস্তফা, পুত্রবধূ জানভী টিনা, সংগঠক মীর হোসেন, পূর্বাশা কচি কাচার আহবায়ক আনাসুল ইসলাম আলিফসহ অন্যান্যরা।