সাকিবের আগে শুরুতেই তাসকিন-মিরাজের জোড়া আঘাতে বিধ্বস্ত হয় জিম্বাবুয়ে। ৩৩ রানে মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ার কথা ছিল দলটির।
কিন্তু ব্যাট হাতে নেমে অধিনায়ক ব্রেন্ডন টেলর সাবলিল ব্যাটিং শুরু করেন। অন্যপ্রান্তে ওয়ানডাউনে নামা রেগিস চাকাভা দুর্দান্ত খেলছিলেন।
তাদের এ জুটি খুব দ্রুতই ৪৭ রান যোগ করে স্কোরবোর্ডে। বিশেষ করে বিপজ্জনক হয়ে উঠেছিলেন চাকাভা।
অবশেষে জুটি ভাঙলেন সাকিব আল হাসান। নিজের ৪র্থ ওভারে সাফল্য পেলেন সাকিব।
১৫.৪ ওভারের ডেলিভারিটি মিডল স্টাম্প সরাসরি ফুল লেংথের বল করেন সাকিব। লাইন মিস করেন চাকাভা। প্যাড ছুঁয়ে সরাসরি বোল্ড হয়ে যান জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটসম্যান। ৩২ বলে ২৬ রান করে সাজঘরে ফিরলেন চাকাভা।
এ প্রতিবেদন লেখার সময় ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৮২ রান। ব্যাট হাতে নেমেছেন ডিওন মেয়ার্স। অধিনায়ক টেলর দুর্দান্ত খেলছেন। ৪২ বলে ৪ বাউন্ডারি হাকিয়ে ৩২ রান করে ফেলেছেন ইতোমধ্যে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪