হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পুরানবাজার বটেরতল গোলচত্বর এলাকায় ও সদর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রিচি গ্রামের সাগরকোনা এলাকার সাজন মিয়ার ছেলে স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহাগ মিয়া (৮) ও শায়েস্তাগঞ্জের উবাহাটা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে ব্যবসায়ী মো. শামীম মিয়া (৩৮)।
সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, শুক্রবার সন্ধ্যায় খেলতে গিয়ে ট্রাক্টরচাপায় আহত হয় সোহাগ মিয়া।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির মিয়া জানান, শুক্রবার শায়েস্তাগঞ্জ পুরানবাজার বটেরতল গোলচত্বর এলাকায় চুনারুঘাট থেকে ছেড়ে আসা হবিগঞ্জমুখী একটি মোটরসাইকেল ব্যবসায়ী শামীম মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাতে তিনি মারা যান।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪