শনিবার রাতে কাহারোল উপজেলার ভেলয়া কালামের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে কাহারোল থানা পুলিশ। কাহারোল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর গোরস্থান পাড়া এলাকার আজিজুল হকের পুত্র মোঃ রিয়াজ উদ্দীন (২৫) কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী। আসামীর বিরুদ্ধে কাহারোল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪