নাটোরের গুরুদাসপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই শিশুর মা থানায় অভিযোগ দেন। এরপর গভীর রাতে প্রতিবেশী আবদুল জলিল (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া ইদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে বাড়িতে একা রেখে মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যান। এ সময় বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী ছবের উদ্দিনের ছেলে (শিশুটির সম্পর্কে নানা) আবদুল জলিল বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আবদুল জলিল পালিয়ে যায়।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, রাতে আবদুল জলিলের বিরুদ্ধে মামলা নেওয়ার পর গভীর রাতে তাকে আটক করে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪