দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাচঁবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ শিক্ষার্থীসহ ৫০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক( ৩৫)। তিনি শশরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উমরপাইল গোয়ালপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
জানা গিয়েছে, দুপুর ২টার দিকে প্রভাতী এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ী থেকে ছেড়ে দিনাজপুর শহর অভিমুখে যাচ্ছিল। সদর উপজেলার পাঁচবাড়ী হাটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এসময় বাসচালকের সহকারী আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদুল হাসান পলাশ জানান, আহতদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী। তাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। বাসটি উদ্ধারে কাজ চলছে।