মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় নুর মোহাম্মদ(৩৫) নামে ১ জন নিহত হয়েছেন। তিনি উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামের মোঃ
নুরুজ্জামানের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ উপজেলাধীন মতিহারা বাজারে নুর মোহাম্মদের মোটর সাইকেলে ঢাকাগামী নং ঢাকা মেট্রো- ব-১৩-১৫০৯ মোল্লা পরিবহন নামে একটি বাস ধাক্কা দিলে নুর মোহাম্মদ মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বাসের সাথে কিছুদূর পর্যন্ত চলে যায় তার মোটর সাইকেলটি।আহত নুর মোহাম্মদকে সাথে সাথে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে তিনি মারা যান। অপরদিকে নবাবগঞ্জ থানার এস আই নুরুজ্জামান জানান ঘাতক বাসটিকে ভাদুরিয়া থেকে চালক সহ আটক করা হয়েছে। চালক ঢাকার উত্তরা এলাকার শামসুল হকের ছেলে নিজাম উদ্দীন(৩৪)বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪