ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জন। মৃতদের মধ্যে বর ও কনে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ১০০ জনের প্রাণহানি এবং ১৫০ জনের বেশি আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি জ্বালানোর পরে অনুষ্ঠানের হলে আগুন ছড়িয়ে পড়ে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪