গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ১৫ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে( সদর-১০, পার্বতীপুর – ১, কাহারোল-১, বিরল-১, বিরামপুর-১, চিরিরবন্দর-১), নতুন করে সুস্থ হয়েছে ৩ জন ( সদর-৩) । এ নিয়ে জেলায় মোট রোগী -৪৮৭২ জন, মোট সুস্থ -৪৬৫৪ জন,মোট মৃত্যু-১০৩ জন।
বৃহস্পতিবার (১লা এপ্রিল) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন। সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ৯৮ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে ১৫ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪৮৭২ জন, সুস্থ হয়েছে ৪৬৫৪ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১০৩ জন। আক্রান্তদের মধ্যে
*সদরে ২৫৭০ জন(সুস্থ ২৪৪৫ জন ), (মৃত্যু -৪২ জন)
*বিরলে ২৯৬ জন(সুস্থ ২৮৬ জন),(মৃত্যু-৭ জন)
*নবাবগঞ্জে ১৩৭ জন (সুস্থ ১৩৪ জন), (মৃত্যু-৩ জন)
*ফুলবাড়ীতে ১৭৭ জন (সুস্থ ১৬৪ জন), (মৃত্যু-৮ জন)
*পার্বতীপুরে ৪১১ জন (সুস্থ ৩৯১ জন),(মৃত্যু -৮ জন)
*বোচাগঞ্জে ১৪১ জন (সুস্থ ১৩৭ জন),(মৃত্যু-৪ জন)
*ঘোড়াঘাটে ৮৮ জন(সুস্থ ৮৮ জন),
*কাহারোলে ১৬১ জন (সুস্থ ১৫৮ জন),(মৃত্যু -৫ জন)
*হাকিমপুরে ৮৬ জন(সুস্থ ৮৫ জন),,(মৃত্যু -১ জন)
*চিরিরবন্দর ২১১ জন (সুস্থ ১৯৬ জন),(মৃত্যু -১০ জন)
*বিরামপুর ৩২৫ জন (সুস্থ ৩১৭ জন),(মৃত্যু -৬ জন)
*বীরগঞ্জ ১৫১ জন (সুস্থ ১৪৪ জন),(মৃত্যু-৫ জন)
*খানসামা ১১৩ জন (সুস্থ ১০৯ জন),(মৃত্যু-৪ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৯৪ জন, হাসপাতালে ভর্তি ২১ জন,।
২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=৯৬,মােট নমুনা সংগ্রহ=৩৬৫৯৪,, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=৯৮,মােট নমুনা পরীক্ষা=৩৪০৩২, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=৭১,মােট কোয়ারেন্টাইন=৩০৩০২, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =২৯,মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=৩০০৫৫।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪