
ভারতের স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু
ভারতের হিমাচল প্রদেশে গিরিখাদে একটি স্কুলবাস পড়ে শিশু শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে কুলু জেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ শিক্ষার্থী ছিল।
কুলু জেলা কমিশনার আশুতোষ গর্গ বলেন, বাসটি কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল, কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে সেটি খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলার কর্মকর্তারা ও উদ্ধারকারী দলগুলো। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪