রিজভী বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, আমাদের সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে হাজারো নেতাকর্মীর মুক্তির দাবিতে ১২ নভেম্বর রবিবার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।
সারা দেশে আরো ১৩ মামলায় গতকাল ৩৬৫ জনকে গ্রেপ্তারের দাবি করেছে বিএনপি। এসব মামলায় মোট আসামি করা হয়েছে এক হাজার ৫৬৩ জনকে। বিভিন্ন এলাকায় হামলায় আহত হয়েছেন বিএনপির ৫০ নেতাকর্মী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা সারা দেশে ১৬টি যানবাহনে আগুন দিয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, সারা দেশে প্রতি তিন ঘণ্টায় একটি করে পরিবহন এবং প্রতি চার ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা সিটিতে প্রায় ছয় ঘণ্টায় একটি করে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সারা দেশে ১৬টি আগুনের ঘটনার মধ্যে রাজধানীতে (হাজারীবাগ, তাঁতিবাজার, কাকলী, মিরপুর, দিয়াবাড়ী, ধানমণ্ডি, বারিধারা ও মাতুয়াইল) সাতটি, ঢাকা বিভাগে (গাজীপুর) তিনটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) একটি, রাজশাহী বিভাগে (শিবগঞ্জ, বগুড়া) একটি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) দুটি ও চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, চারটি কাভার্ড ভ্যান ও দুটি ট্রাক পুড়ে যায়।
রিমান্ড শেষে কারাগারে আমীর খসরু
রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও বিএনপির সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল
অবরোধ চলাকালে গতকাল বিচ্ছিন্নভাবে বিএনপি ও সমমনা দলগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে। এর মধ্যে এক দফা দাবিতে তৃতীয় দফা দেশব্যাপী সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর চারটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। গতকাল তারা ঢাকার সায়েদাবাদ জনপথ মোড়, দয়াগঞ্জ রোড, লালবাগ, মালিবাগ থেকে রাজারবাগ গ্রিন লাইন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪