বাংলাদেশি সাইক্লিস্টদের একটি টিম ৪৮ ঘণ্টায় ১৬৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন।
আজ শনিবার (৯ জানুয়ারি) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানায়, গত ১০ ডিসেম্বর দলটি ঢাকায় এই রেকর্ড করেছে।
গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়া এই চার সাইক্লিস্ট হলেন- দ্রাবিড় আলম, তানভীর আহমেদ, মো. আলাউদ্দিন ও রাকিবুল ইসলাম।
৪৮ ঘণ্টায় রিলে পদ্ধতিতে তারা ১৬৭০ কিলোমিটার সাইক্লিং করেছেন। তবে তারা কেউ পেশাদার সাইক্লিস্ট নন। তাদের দলের নাম টিম বিডিসি (BDC) ।
টিম বিডিসি জানায়, ৪৮ ঘণ্টার সাইক্লিংয়ের সময় ৬ টি ক্যামেরায় রেকর্ড করা হয়। জিপিএস দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এর বাইরেও ১৩ জন প্রত্যক্ষদর্শী ও সার্ভায়ারের সাক্ষ্য প্রায় এক মাস সময় ধরে যাচাইয়ের পর গতকাল শনিবার গিজেন কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪