বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দাবি, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১ মামলায় ৫১৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এসব মামলায় আসামির সংখ্যা দুই হাজার ৩১৫।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে এ পর্যন্ত দলটির দুই হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে গতকাল মুগদা থেকে ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মুহিদ উদ্দিন বলেন, শামিম ২৮ অক্টোবর হামলা-ভাঙচুরের মূল পরিকল্পনাকারী। ওই দিন তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে নাশকতার জন্য ঢুকেছিলেন।
র্যাব সূত্র জানিয়েছে, চলমান অবরোধ কর্মসূচি ঘিরে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে গতকাল ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবরোধের প্রভাব নেই সড়কে :
এদিকে বিএনপি ও সমমনাদের ডাকা অবরোধের মধ্যেও গতকাল রাজধানীর সড়কে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক।
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে গত রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।