গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা স্কেভেটরের (ভেকুর) সাথে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনরে মৃত্যু হয় । আহত হয়েছে অন্তত ১০ জন । গতকাল বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
তিনি দুর্ঘটনার শিকার দিগন্ত পরিবহনের চালক বাচ্চু মোল্লা (৫০)। তার বাড়ি খুলনা জেলায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা য়ায়, আহতদের মধ্যে ৬জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে প্রায় ১ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুইপাশে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১২টার দিকে দুর্ঘটনা-কবলিত বাসটি রাস্তার পাশে সরিয়ে নেয়ায় পুনরায় যান চলাচল শুরু হয়।
পুলিশ জানায়, মহাসড়ক থেকে লিংক রোডে যাওয়ার জন্য স্কেভেটরটি সড়কের ওপর রেখে চালক ও শ্রমিকরা রাস্তা দেখছিল। এসময় ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা স্কেবেটরের সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলে বাসের চালকসহ দুজন সারা যান
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪