বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় পুকুর ভরাট করার সময় বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস (৫৯) ও হাবিব (৩৮) ওই এলাকার কনট্রাক্টর বাড়িতে মামুন চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস এবং দিনমজুরের কাজ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কনট্রাক্টরের বাড়ির একটি পুকুর ভরাট করার কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক ঘটনাস্থলে পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে এবং ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস, হাবিবসহ শ্রমিকরা।
ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকা দুটির পাশ থেকে বালু সরানোর সময় ট্রাকটি পেছনের দিকে গেলে তার চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি।
এ বিষয়ে কাউনিয়া থানার এসআই শহীদুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪