দিনাজপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় ইজিবাইকে থাকা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) দিনাজপুর দশমাইল মহাসড়কে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম একরামুল হক (৪২)। তিনি দিনাজপুর পৌরসভার রামনগর (গোবরাপাড়া) এলাকার নেহাজ উদ্দীনের ছেলে।
হাবিপ্রবির আহত দুই শিক্ষার্থী হলেন— মকবুল আলম ও কপিল গাসী। আহত মকবুল আলম হাবিপ্রবির কৃষি অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী এবং কপিল গাসী একই অনুষদের লেভেল ২, সেমিস্টার-১ এর শিক্ষার্থী। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে হাবিপ্রবির দুইজন নেপালী শিক্ষার্থী ইজিবাইকে চড়ে ক্যাম্পাস থেকে শহরে আসছিলেন। পথিমধ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অতিক্রম করার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক ও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালককে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তারা নিহতের পরিবারকে নগদ ২৫ টাকা হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন।
‘