
দিনাজপুরে মিললো ২০০ বছরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার
দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কার (১৮১৮ সালের) একটি সীমানা পিলার পাওয়া গিয়েঠে ।
গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পৌর শহরের ২নং ওয়ার্ডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার উদ্ধার করা হয়।
বিরামপুর থানার উপ-পরিদর্শক তুহিন নন্দি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশকিছু জেলে মাছ ধরতে নামেন। এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে। জাল ওপরে ওঠানোর পর সীমানা পিলার দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সেটি থানায় নিয়ে আসে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সীমানা পিলারটি বর্তমানে থানা হেফাজতে আছে। এটি মূল্যবান ধাতব পদার্থ বা কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি না, তা যাচাইয়ের জন্য আদালতের অনুমতি নিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে পাঠানো হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর এটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।