মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি বাড়ি থেকে ২১টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৮।
সোমবার সকালে ফতেবাহাদুর গ্রামের একটি বাড়ি থেকে ওইসব ককটেল উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, একটি চৌকস অভিযানিক দল কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চর ফতেবাহাদুর গ্রামে একটি টিনের ঘর থেকে ২১টি ককটেল উদ্ধার করে।
আরও জা না যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রে প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং মাঠ নিজেদের দখলে রাখতে ওই ককটেল বা বোমাগুলো মজুদ করে রাখে।
ঘটনায় জড়িত এজাহারভুক্ত পলাতক আসামি নতুন চরদৌলত খান গ্রামের মো. শিপন হাওলাদার (৩৫), তারা মিয়া সরদার (৪০), মো. মানিক বেপারীসহ (২৭) অজ্ঞাতনামা আরও ৪-৫ জন। জব্দকৃত ২১টি স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে র্যাব-৬ খুলনা থেকে আসা বোমা ডিস্পোজাল টিম ওই ২১টি ককটেল ধ্বংস করে।
পরবর্তী সময় আলামত সংগ্রহ করে কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত বিষয় কালকিনি থানায় একটি বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪