রেস্টুরেন্টে চলছিল জন্মদিনের উৎসব। এর মধ্যেই রেস্টুরেন্টটি ধসে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) চীনের শানজি প্রদেশের জিয়াংফেন এলাকায় একটি দোতলা ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার (৩০ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, জুজিয়াং রেস্টুরেন্ট ভবনটি ধসে পড়ার সময় সেখানে জন্মদিনের উৎসব চলছিল। হঠাৎ করেই ভবনটি ধসে পড়ে। আটকে পড়াদের উদ্ধারে ৭শ’ উদ্ধারকর্মী যোগ দেন। ধ্বংসস্তূপ থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভবন ধসের কারণ এখনো জানা না গেলেও স্থানীয় প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। চলতি বছরের মার্চে চীনের কুয়ানজো শহরে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়, আহত হন আরও ৪২ জন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪