দিনাজপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই তিন নবজাতকদের জন্ম হয়।
সন্তানদের বাবা-মা বিরল উপজেলার মোতাপুকুর এলাকার শাহীন-শাবনূর দম্পতি।
জানা গিয়েছে, ২০১৬ সালে পারিবারিকভাবে শাহীন ও শাবনূরের বিয়ে হয়। শাহীন পেশায় একজন স্বর্ণকার। বিয়ের ৬ বছর পর একসঙ্গে ৩ সন্তানের জন্মের খবরে পরিবারের সবাই খুশি।
নবজাতকদের বাবা বলেন, বিয়ের পর থেকেই সন্তান নেওয়ার জন্য চেষ্টা করে আসছিলাম। বিয়ের ৬ বছরে ডাক্তার, কবিরাজ, ওঝা সবার কাছে গিয়েছি। যে যা বলেছে সেটাই করেছি স্বামী-স্ত্রী মিলে। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। হতাশায় সন্তানের আশাও ছেড়ে দিয়েছিলাম।
তিনি বলেন, গতবছর থেকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ফয়সাল আলমের কাছে চিকিৎসা নিই। অবশেষে সন্তান হলো। আমার স্ত্রী ও সন্তানেরা সবাই সুস্থ আছে।
নবজাতকদের বাবা আরও বলেন, তিন সন্তানের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। সত্যি আমরা খুব ভাগ্যবান। একসঙ্গে দুই ছেলে ও এক মেয়ে পেয়েছি।
শাবনূরের পাশে বসে আছেন নবজাতকদের নানি রমিছা বেগম। তিনি বলেন, একসঙ্গে তিন নাতি-নাতনি পেয়ে আমরা অনেক খুশি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪