রংপুরে ৩ দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই উৎসব শুরু হয়েছে। বিভাগের ৮ জেলার ভাওয়াইয়া শিল্পীরা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুক, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন। আলোচক ছিলেন অধ্যাপক শাহ আলম। স্বাগত বক্তব্য রাথেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর।