
3 injured when truck overturned at Mawa end of Padma bridge
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পেঁয়াজবাহী একটি ট্রাক উল্টে ৩ জন আহত হয়েছেন। আজ সোমবার (২৭ জুন) পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান।
জানা গিঢেছে, পেঁয়াজবাহী ট্রাকটি দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪