গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় আজ রবিবার ভোরে করিম মৃর্ধার চারতলা বাড়ির দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিউলি বেগম (৫৪), শোভন (৪০), খোদেজা বেগম (৩৫) ও বুঙ্গা আগুনে পুড়ে গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী পরে ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ভোর রাত সাড়ে চারটার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় পরিবারের লোকজনের ঘুম ভাঙে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে চারজন আহত হয়। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে টঙ্গী ফায়ার স্টেশন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪