
দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোল থানা পুলিশ ২৩ আগষ্ট’২০ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে থানাধীন বদেশ্বরী মোড় এলাকায় অবস্থান কালে বিশ্বস্ত সূত্রে জানিতে পারেন যে, কাহারোল থানাধীন রামপুর বাজারের বাবোর আলীর চাতালের পশ্চিম পার্শ্বে লিচুর বাগানের ভিতর কতিপয় ব্যক্তি অর্থের বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলিতেছে। উক্ত সংবাদ পাইয়া কাহারোল থানা অফিসার ইনচার্জ কে অবগত করিলে অফিসার ইনচার্জ মনোজ কুমারের নির্দেশক্রমে এএসআই হাসান ও সংগীয় ফোর্সের সহায়তায় উক্ত স্থানে যেয়ে ৪ আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন এবং ১৮৬৭ সালের প্রকাশ্য বঙ্গীয় জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং- ০৪ তারিখ ২৩/০৮/২০২০। ধৃত আসামীরা হলেন, ১। মোবারক হোসেন (৫৫), পিতা- আব্দুস সাত্তার, ২। জিয়ারুল ইসলাম (৩৬), পিতা- সফিউদ্দীন, ৩। কাশেম আলী (৪২), পিতা- হোসেন আলী ও ৪। আনারুল ইসলাম (৩৮), পিতা- বুদু মোহাম্মদ। সর্ব সাং- রামপুর, উপজেলা- কাহারোল, জেলা- দিনাজপুর।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪