রংপুর নগরীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ । এই অভিযানে তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যার সময় সুরভি উদ্যান এলাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুসারে, ছিনতাই ও রাহাজানি করার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের অধিভুক্ত হলো কামাল কাছনা এলাকার মোস্তাফিজার রহমানের পুত্র মোনারুল ইসলাম (১৭), ইসলামপুর হনুমানতলা এলাকার আলতাফ হোসেনের পুত্র জাহিদ হাসান শুভ (১৭), জুম্মাপাড়া এলাকার আলম ইসলামের পুত্র মোঃ সৈকত ইসলাম (১৭) জুম্মাপাড়ার ফয়েজ উদ্দিন বাবুর পুত্র রেজওয়ান ইসলাম লিওন (১৬)।
গ্রেফতার করার সময় তাদের কাছে পাওয়া গিয়েছে হাতলসহ একটি ভারী স্টিলের ফোল্ডিং লাঠি, হাতলসহ একটি ভারী স্টিলের স্পিরিং যুক্ত লাঠি, একটি ভারী লোহার চেইনযুক্ত স্টিলের লাঠি এবং একটি দুইফিতা বিশেষ নেভি-ব্লু রঙের স্কুল ব্যাগ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪