মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় লেগুনার ৪ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।
আজ বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার বলেন, ‘পানিতে ডুবে যাওয়ায় দুর্ঘটনা কবলিত লেগুনাটিতে থাকা আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।’
নিহতরা হলেন লেগুনা চালক মানিকগঞ্জ সদর উপজেলার ভাটভাউর গ্রামের মোতালেবের ছেলে জাহিদ হোসেন (৩০), বাগজান গ্রামের মোনছের আলীর স্ত্রী মালেকা (৪৫), একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী ব্যাংক কর্মী, হোসনেরা বেগম (৪০), দীঘি ইউনিয়নের উত্তর পাথরাইল এলাকার পরশ মোদকের ছেলে মহাদেব মোদক (৫০)।
আহতরা হলেন মুলজান গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মুসা (৫০), গুলুটিয়া গ্রামের সজিবসহ আরো কয়েকজন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান লেবু বলেন, ‘যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালের পানিতে পড়ে যায়।’
এদিকে দুর্ঘটনায় হতাহতের স্বজনদেরকে ইউএনও জ্যোতিশ্বর পাল নগদ অর্থ সহায়তা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪