
দিনাজপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ৩ লাখ টাকার ক্ষতি
দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে । বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাণীগঞ্জ বাজার এলাকার মার্কেটের দোকানের মধ্যে আগুন জ্বলতে দেখা যায়। পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘোড়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ জিয়াউর রহমান অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও তিনি জানান, মোটরসাইকেল মেরামতের দোকানে রাখা দাহ্য কোন পদার্থ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।