যুক্তরাষ্ট্রের ডালাসে একটি আবাসিক ভবনে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে।
ডালাস পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার জুয়ান ফার্নান্দেজ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইল বার্তায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম ডালাসের ভিলাভারদে অ্যাভিনিউতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
হতাহতরা সবাই ঘটনাস্থলেই মারা যান। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। নিহতদের পরিচয় এবং সন্দেহভাজনদের আটক করা হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪