জয়পুরহাট রেলস্টেশন হতে ১৩৮ বোতল ফেনসিডিলসহ চার নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল সোমবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত হানিফের মেয়ে আনোয়ারা বেগম (৪৪), মনসুর আলীর মেয়ে মনোয়ারা বেগম (৩৬) ও মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) এবং মৌপুকুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ইতি বেগম (২৭)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
মেজর শেখ সাদিক জানান, গোপন তথ্যে জানা যায় চিলাহাটি হতে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে কয়েকজন নারী মাদককারবারী বিশেষ বডি ফিটিংয়ের মাধ্যমে অবৈধভাবে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে ঢাকা যাচ্ছেন। ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছার পর স্টেশন মাস্টারকে অবগত করে ট্রেনের একটি কামরা তল্লাশি করা শুরু র্যাব। এসময় ওই চার নারী কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে এক নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণে মসজিদের সামনে নারী পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
তাদের তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে ফিটিং করা ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।