চীনের ৪২টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। এই রেখাকে দুই দেশের মধ্যে অলিখিত সীমানা মনে করা হয়।
স্বশাসিত দ্বীপ রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিৃবতিতে যুদ্ধবিমান শনাক্তের এই তথ্য জানিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের ২৯টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্য রেখা অতিক্রম করে তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে প্রবেশ করে।
এর আগে চীন জানায়, আগামী তিন দিনব্যাপী তারা সামরিক মহড়া শুরু করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাতের পর চীন এই মহড়া শুরু করে।
চীনের সেনাবাহিনীর পূর্ব থিয়েটার কমান্ড জানিয়েছে, শনিবার মহড়া শুরু হয়েছে। মহড়াকে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে ‘শক্তিশালী সংকেত’ বলে উল্লেখ করেছে তারা।
চীনের দাবি, তাইওয়ান তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বেইজিংয়ের ‘এক চীন’ নীতির অধীনে একদিন এই অঞ্চলকে তারা নিজেদের সঙ্গে একীভূত করবে। চীনের এই নীতির অধীনে কোনো দেশ একসঙ্গে বেইজিং ও তাইপের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখতে পারবে না।
আমাদের ফেসবুক লিঙ্কঃট্রাস্ট নিউজ ২৪