
দিনাজপুরে ফারসি ভাষায় লেখাযুক্ত ৪৬ কেজির কষ্টিপাথর উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে কবরস্থানের জন্য মাটি খননকালে ৪৬ কেজি ওজনের কষ্টিপাথর পেয়েছেন এলাকাবাসী। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া এলাকায় পাওয়া পাথরটি পুলিশে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সমান্তরাল কাজ চলছিল। এ সময় মাটি কাটার বিশেষ যন্ত্র স্কেবেটর (ভেকু) মেশিনের চালক মাটি খুঁড়তে গিয়ে একটি পাথর দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে পাথরটি উদ্ধার করে। পাথরটির ওজন প্রায় ৪৫ কেজি।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক জয়ন্ত কুমার সাহা বলেন, পাথরটি আমাদের হেফাজতে আছে। পাথরটির উপরে খোদাই করা লেখা আছে। ধারণা করছি এটি ফারসি ভাষা। বিজ্ঞ আদালতের আদেশক্রমে পাথরটি পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।