আগামী ১২ ও ১৩ নভেম্বর সারা দেশে (৪৮ ঘণ্টা) সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূূচি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে মঞ্চের বর্তমান সমন্বয়ক জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া।
এর আগে, চতুর্থ দফায় আগামী ১২ ও ১৩ নভেম্বর (রবিবার ও সোমবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪