
ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ৫
মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নতুন বাজার ম্যাডাডোর কোম্পনীর সামনে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে পরে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভেড়াছড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সালাম মিয়া (৩৫), তার স্ত্রী সাদিয়া সুলতানা (২৩), মেয়ে হাবিবা আক্তার (২), শ্যালক শিহাব (১৩) ও কুলাউড়া উপজেলার পৃথীমপাশা গ্রামের গাড়িচালক সাজিদ মিয়া (৩৫)।

আহতরা হলেন- মাদানগর গ্রামের মো. নুরুল হক (৫১), একই গ্রামের আব্দুল হকের ছেলে রাজু আহমদ (২৬), ও মো আঞ্জব আলী (৬০)।
নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, মালয়েশিয়া প্রবাসি জামাতা নিহত সালাম মিয়াকে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার পিতা নূর ইসলাম সহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।