জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির সম্ভাবনা নেই। শনিবার দেশটির উত্তর-পূর্ব উপকূলে এই কম্পন অনুভূত হয়।
জাপান এবং যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মধ্য সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল প্রশান্ত মহাসাগরের মিয়াগি প্রিফেকচারে ৪৭ কিলোমিটার গভীরে। ২০১১ সালে এই এলাকায় একটি ভূমিকম্পনের ফলে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪