বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রীসহ ছয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার অদূরে পাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ জন বিআরটিসি বাসের যাত্রী ও চালক এবং এক পথচারী ছিলেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে কুড়িগ্রামের চিলমারীগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পাকুরতলায় পৌঁছলে বিপরীতমুখি একটি ইট বহনকারী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক ও চার যাত্রী এবং এক পথচারী নিহত হন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের উভয়পাশে শত শত যাবাহন আটকা পড়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪