আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশিরে প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে ইরানের ফার্সনিউজের খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশ্টি টুইটারে লিখেছেন, আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্টের যোদ্ধারা, যারা তালেবানদের শাসনের বিরোধিতা করে, শনিবার উত্তর আফগান অঞ্চলে প্রায় ৬০০ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, ‘আজ সকাল পর্যন্ত পাঞ্জশিরের বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এক হাজারেরও বেশি যোদ্ধাকে হয় বন্দী করা হয়েছে অথবা আত্মসমর্পণ করেছে।’
এদিকে তালেবানের একটি সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, পাঞ্জশিরে যুদ্ধ অব্যাহত। কিন্তু রাস্তায় ল্যান্ডমাইনের কারণে রাজধানী বাজারাক এবং প্রাদেশিক গভর্নরের প্রাঙ্গণে যাওয়ায় ধীরগতি হচ্ছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪