কক্সবাজারের কুতুবদিয়ায় একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার অলিপাড়া ঘাটের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের আক্তার কোম্পানির একটি ট্রলারে করে মাছ ধরে জেলেরা গভীর সাগর থেকে ঘাটে ফিরছিলেন। ফেরার পথে রাতের খাবার রান্নার সময় রাত পৌনে ১১টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ট্রলারে আগুন ধরে যায়। এতে ট্রলারে থাকা ২১ মাঝি-জেলের মধ্যে ১২ জন দগ্ধ হন। বাকি ৯ জন সাগরে ঝাঁপ দেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন দগ্ধ জেলেদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ৮ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মো. জিসাত (২৪), দক্ষিণ ধুরুংয়ের মো. মিনহাজ (১৭), একই এলাকার মো. রাকিব (২০) মো. সাইফুল (৪৮) ও মো. মামুন (২০)। বাকি জেলেদের নাম জানা যায়নি।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ট্রলারটি ঘাটের কাছাকাছি পৌঁছলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ট্রলারে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রেজাউল হাসান জানান, হাসপাতালে আহত ১২ জেলেকে ভর্তির পর ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪