দিনাজপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মেহের সুলতানা’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর শনিবার বিকেলে শহরের বাসুনিয়াপট্টি দলীয় কার্যালয়ে দিনাজপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মেহের সুলতানা’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা জামান, আইরিন লতিফ, আলেয়া বেগম স্বপ্না, জেসমিন আরা, রাশিদা বেগম, মৌসুমী আকতার, মরিয়ম বেগম, গৌরী চক্রবর্তী, মিতু পিংকি, মরহুমার কন্যা রুমানা পারভীন প্রমুখ।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা বলেন, নির্লভ, নিরহংকার ও সাদা মনের মানুষ ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহের সুলতানা। তিনি সমগ্র কর্ম ও রাজনীতি জীবনে মেধা মনন ও সৃজনশীলতা দিয়ে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি অতি সাধারণভাবে জীবন যাপন করতেন। মানুষের প্রতি ছিল তার অফুরন্ত ভালোবাসা।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মহিলা ইসলামিক রিসার্চ সেন্টারের শামিমা আকতার। শুরুতেই মরহুমার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।