“সমতার বাংলাদেশ-এইডস ও অতিমারী হবে শেষ” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা এসটিভি কন্ট্রোল প্রোগ্রাম’র সহযোগিতায় ১ডিসেম্বর বিশ্ব এইডস দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর নেতৃত্বে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেনারেল হাসপাতালে এসে সমাপ্ত হয়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২য় তলার হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, আর এম ও ডাঃ পারভেজ সোহেল রানা ও মেডিসিন কনসালন্টেন ডাঃ ওহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুঘটকের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, লাইট হাউস এর সাব ডিআইসি ইনচার্জ মোঃ জাহাঙ্গির আলম, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম, আপস সংস্থা’র ম্যানেজার মোঃ মোজাম্মেল হক। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, ধর্মীয় অনুশাসন আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। নিরাপদ যৌন জীবন সম্পর্কে শিক্ষা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। রক্ষ পরিসঞ্চালনের পূর্বে তা অবশ্যই পরীক্ষা করা দরকার। এইডস রোগ থেকে মুক্তি পেতে সবাইকে নাইনটি-নাইনটি-নাইনটি পদ্ধতি অবলম্বনের মধ্যে দিয়ে সচেতন করতে হবে।
তথ্য ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সিএস অফিসের এমও ডাঃ শাহ্ মোঃ এজাজ-উল-হক বলেন, সারা বিশ্বে ৩ কোটি ৮০ লাখ মানুষ এইডস রোগে আক্রান্ত হয়েছে। ২০২০ সালে ১৭ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে এবং সারা বিশ্বে ৭ লাখ ২০ হাজার মানুষ এ রোগে মারা গেছে।