
ধান কাটার মেশিনের নিচে চাপা পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সিংহগ্রামে গতকাল রবিবার বিকেলে ধান কাটার মেশিনের (কম্বাইন্ড হারভেস্টর) নিচে পড়ে বাঁধন সরকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত বাঁধন সরকার উপজেলার কুন্ডা ইউনিয়নের আন্দ্রাবহ গ্রামের সুশান্ত সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু বাঁধন সরকার রবিবার সকালে সিংহগ্রামে তার মায়ের দাদু নারায়ণ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয়রা আরও জানায়, বিকেলে সিংহগ্রামের জমিতে ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টর মেশিন রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ ব্রেক কষে। এ সময় শিশু বাঁধন মেশিনের চাকার নিচে পড়ে সেখানেই মারা যায়। স্থানীয় লোকজন মেশিনটি আটক করলেও চালক রাজু মিয়া পালিয়ে যায়।
আমাদের ফেইসবক লিংক : ট্রাস্ট নিউজ ২৪