“বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” স্লোগানে বাংলাদেশ পুলিশের নির্দেশনায় সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় নারী ও শিশু ধর্ষণ-নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল ১০টায় একযোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসেবে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন বিট পুলিশিং-এর আয়োজনে ইউপি চত্বরে আয়োজিত সমাবেশে ইউপি চেয়ারম্যান হাফিজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি শেখ কামাল হোসেন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এছাড়াও বিট পুলিশিং সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ,ইউপি সদস্যগণ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় এক হাজার নারী-পুরুষগণ। সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশী সচেতন ও সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদেরকে আহ্বান জানান।