দিনাজপুরে শুক্রবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান নিশি (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত নিশি কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে।
দিনাজপুর জিআরপি থানা পুলিশ জানায়, পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনটি বোচাগঞ্জের জালিয়াপাড়া সবুজ খামারের পাশ দিয়ে যাওয়ার সময় নিশি ট্রেনের সামনে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিআরপি থানার ওসি মো. হারুন-অর রশিদ মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোচাগঞ্জের জালিয়াপাড়া সবুজ খামারের পাশে দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে নিশি মারা যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪